মৈমনসিংহ লোকজ ভাষার শব্দকোষ

ঐশিক রেহমান

ফাবদা


ফাবদা Caricaceae ফরিবারের সদৈস্য। মানুষ এইডারে কাঁচা থাকতে সবজি হিসাবে আর ফাকলে ফল হিসাবে খায়। এর ম্যালা গাছান্তি গুণও আছে।

প্রমিত

পেঁপে( বৈজ্ঞানিক নাম :Carica papaya),এরা Caricaceae পরিবারের সদস্য। মানুষ কাঁচা তথা সবুজ অবস্থায় সব্জি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসাবে খেয়ে এটি থাকে। এর অনেক ভেষজ গুণও রয়েছে। এর ইউনানী নাম পাপিতা, আরানড খরবূযা। এবং আয়ুর্বেদিক নাম অমৃততুম্বী

এটি একটি ছোট আকৃতির অশাখ বৃক্ষবিশেষ। লম্বা বো‍টাঁযুক্ত ছত্রাকার পাতা বেশ বড় হয় এবং সর্পিল আকারে কান্ডের উপরি অংশে সজ্জিত থাকে। প্রায় সারা বছরেই ফুল ও ফল হয়। কাঁচা ফল সবুজ, পাকা ফল হলুদ বা পীত বর্ণের। এটি পথ্য হিসেবে ও ব্যবহার হয়। কাঁচা, পাকা দু’ভাবেই খাওয়া যায়; তবে কাঁচা অবস্থায় সব্জি এবং পাকলে ফল। কাঁচা ফল বাইরের দিক গাঢ় কালচে সবুজ এবং পাকলে খোসা সহ কমলা রং ধারণ করে। চট্টগ্রাম অঞ্চলে এটি "হঁইয়া" নামে পরিচিত।

ছিরিন্তা

চিচিঙ্গা [চিরিন্তা, সিরিন্তা] 

---------------- From Wikipedia

'চিচিঙ্গা বা কইডা বা কুুুশি বা হইডা (ইংরেজি: Snake gourd) (বৈজ্ঞানিক নাম: Trichosanthes cucumerina) হচ্ছে ঝিঙের মত কিন্তু আরও লম্বা বা কখনো সাপের মত পেঁচানো, অপেক্ষাকৃত নরম সবজি। এটি ঝিঙে, লাউ, শশা, কুমড়ো ইত্যাদির মতই কিউকারবিটেসি পরিবারের সদস্য।

ঢাকার বাজারে চিচিঙ্গা

বিবরণ

চিচিঙ্গা গাছের পাতা ২৫ সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে। ফুলগুলি উষ্ণ, সাদা আঁশ নিয়ে রাতে পাপড়ি মেলে , পাপড়িগুলি বন্ধ হয়ে যাওয়ার সময় চুলের মতো সাদা আঁশ গুলো কিছুটা মুটিয়ে আসে, তবে রাতের বেলা সাদা রেখার কারণে নীল রঙের ফলগুলো দেখা যায় (নিচের গ্যালারীতে ফটো দেখুন)। চিচিঙ্গা ফল ২০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। পেকে গেলে লাল বর্ণ ধারণ করে এবং বীজ সংগ্রহ করা যায়। এদের একটি জাত হলো জাপানি চিচিঙ্গা। এটি কিছুটা গোলাকৃতির হয় এবং ৭ সেন্টিমিটার পর্যন্ত বৃত্তাকার হয়। চট্টগ্রামে এটিকে হইডা নামে ডাকা হয়।

ব্যবহার

সাধারণ নাম "Snake gourd (সর্প লাউ)" বা "চিচিঙ্গা" সংকীর্ণ, বাঁকা, দীর্ঘায়িত ফলকে বোঝায়। নরম চামড়াযুক্ত অপরিপক্ক ফল দৈর্ঘ্যে ১৫০ সেমি (৬৯ ইঞ্চি) পর্যন্ত বড় হতে পারে। এটি নরম, কোমল, কিছুটা মিউজিলিনাস মাংসবিশিষ্ট ঝিংগা এবং লাউয়ের মতো। এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রান্নায় জনপ্রিয় এবং বর্তমানে আফ্রিকার কয়েকটি বাড়ির বাগানে জন্মে। চাষের সময় কিছু,অপরিপক্ক ফলটির একটি অপ্রীতিকর গন্ধ এবং খানিকটা তেতো স্বাদ থাকে, উভয়ই রান্নার পর দূর হয়ে যায়।

শব্দ

হোমিয়েথি, হোমিফেথি

হোমিওপ্যাথি  Bengali definition [হোমিয়োপ্যাথি] (বিশেষ্য) স্যামুয়েল হ্যানিম্যান (১৭৫৫-১৮৪৩) প্রবর্তিত রোগ সৃষ্টিকর বস্তুর সূক্ষ্মাংশ প্রয়োগে ঐরূপ রোগের চিকিৎসা প্রণালি, সদৃশ বিধান (গাঁয়ের রশিদ মাস্টার হোমিওপ্যাথি দাওয়াই জানে-শওকত ওসমানকত ওসমান)।

হোমিওপ্যাথিক (বিশেষণ) হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত (হোমিওপ্যাথিক ডাক্তারের ডিসপেন্‌সারী-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।

{(ইংরেজি) homeopathy}

অয়রান, হয়রান

হয়রান, হয়রাণ  Bengali definition [হয়্‌রান্‌] (বিশেষণ) ক্রান্ত; পরিশ্রান্ত (আমরা বেরঙা বর্ণপরিচয় পড়ে পড়ে হয়রান হতে থাকলাম-অবনীন্দ্রনাথ ঠাকুর)।

২ উত্ত্যক্ত; জ্বালাতন।

৩ উৎপীড়িত; নাকাল।

হয়রান পেরেশান, হয়রান পরিশান (বিশেষণ) ১ পরিশ্রম হেতু অতিশয় ক্লান্ত বা অত্যন্ত পরিশ্রান্ত (এই দাখিল- খারিজ সূত্রে প্রজাকে যে কি পর্যন্ত হয়রান-পরিশান করা যায় ও করা হয়-প্রাচৌ)।

২ অতিশয় বিব্রত (তাহাকে হয়রান পেরেশান করিতেন-মোজাম্মেল হক)।

হয়রানি, হয়রানী (বিশেষ্য) ১ হয়রান হওয়ার ভাব; নাকালের একশেষ (ধর্ম এ নয় হয়রাণী-সত্যেন্দ্রনাথ দত্ত)।

২ বিব্রত অবস্থা (জনসাধারণ ভীষণভাবে হয়রাণিতে ভোগতো-মুঃ আবদুর রাজ্জাক)।

{(আরবি) হয়রান}

ডাবা, উক্কা

[বাং. ডাব + আ]।
[আরবি শব্দ হুক্কার অপভ্রংশ রূপ এর অর্থ গোলাকার কৌটাবিশেষ]

= হুঁকা, হুকো

বিশেষ্য

কাঁসা পিতল দস্তা বা মাটি দ্বারা অথবা নারকেল খোলে প্রস্তুত নলিচাযুক্ত এক প্রকার যন্ত্র যা তামাক খেতে বা ধুমপান করতে ব্যবহৃত হয় 

বড় নারকেলের খোলযুক্ত হুঁকাবিশেষ।

বিশেষণ

বড় খোলবিশিষ্ট (ডাবা হুঁকা)। [বাং. ডাব + আ]।

ইরলদাগা

বিশেষ্য
একরোখা; ত্যাড়া বৈশিষ্ট্যের
নিজের মরে অটল থাকা ব্যক্তি

ঠাডা

বজ্রপাত

বতরা

স্ত্রী যৌনাঙ্গ

ভগমান

ভগবান; ঈশ্বর

বর্ণানুক্রমিক সূচি

⌈3⌉ ⌈2⌉ ⌈2⌉ ⌈3⌉ ⌈2⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈2⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈3⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈3⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈4⌉