মৈমনসিংহ লোকজ ভাষার শব্দকোষ

ঐশিক রেহমান

অয়রান, হয়রান

হয়রান, হয়রাণ  Bengali definition [হয়্‌রান্‌] (বিশেষণ) ক্রান্ত; পরিশ্রান্ত (আমরা বেরঙা বর্ণপরিচয় পড়ে পড়ে হয়রান হতে থাকলাম-অবনীন্দ্রনাথ ঠাকুর)।

২ উত্ত্যক্ত; জ্বালাতন।

৩ উৎপীড়িত; নাকাল।

হয়রান পেরেশান, হয়রান পরিশান (বিশেষণ) ১ পরিশ্রম হেতু অতিশয় ক্লান্ত বা অত্যন্ত পরিশ্রান্ত (এই দাখিল- খারিজ সূত্রে প্রজাকে যে কি পর্যন্ত হয়রান-পরিশান করা যায় ও করা হয়-প্রাচৌ)।

২ অতিশয় বিব্রত (তাহাকে হয়রান পেরেশান করিতেন-মোজাম্মেল হক)।

হয়রানি, হয়রানী (বিশেষ্য) ১ হয়রান হওয়ার ভাব; নাকালের একশেষ (ধর্ম এ নয় হয়রাণী-সত্যেন্দ্রনাথ দত্ত)।

২ বিব্রত অবস্থা (জনসাধারণ ভীষণভাবে হয়রাণিতে ভোগতো-মুঃ আবদুর রাজ্জাক)।

{(আরবি) হয়রান}

বর্ণানুক্রমিক সূচি

⌈3⌉ ⌈2⌉ ⌈2⌉ ⌈3⌉ ⌈2⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈2⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈3⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈3⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈4⌉