মৈমনসিংহ লোকজ ভাষার শব্দকোষ

ঐশিক রেহমান

ডাবা, উক্কা

[বাং. ডাব + আ]।
[আরবি শব্দ হুক্কার অপভ্রংশ রূপ এর অর্থ গোলাকার কৌটাবিশেষ]

= হুঁকা, হুকো

বিশেষ্য

কাঁসা পিতল দস্তা বা মাটি দ্বারা অথবা নারকেল খোলে প্রস্তুত নলিচাযুক্ত এক প্রকার যন্ত্র যা তামাক খেতে বা ধুমপান করতে ব্যবহৃত হয় 

বড় নারকেলের খোলযুক্ত হুঁকাবিশেষ।

বিশেষণ

বড় খোলবিশিষ্ট (ডাবা হুঁকা)। [বাং. ডাব + আ]।

বর্ণানুক্রমিক সূচি

⌈3⌉ ⌈2⌉ ⌈2⌉ ⌈3⌉ ⌈2⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈2⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈3⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈3⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈1⌉ ⌈4⌉